নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ ২২ বছরের ছেলে মা-বাবার কাছে চার চাকা গাড়ির আবদার করেছিল। বাবা বলেছিলেন, “কিনে দেবে, একটু সময় দিতে।” তবে ছেলে সময় দিতে রাজি না হওয়ায় যুবক বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। মৃত যুবক হিলির আইটিআই ছাত্র সুদীপ্ত চক্রবর্তী। বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ত্রিমোহিনী এলাকার কিসমতদাপট গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি সুদীপ্ত গাড়ি কিনতে চাইছিল। শোরুমে গিয়ে গাড়ি দেখেও আসে। গতকালই বাবাকে গাড়ি কেনার জন্য জোর দিতে থাকে। এই নিয়ে বাড়িতে কথা কাটাকাটিও হয়। এরপর মা-বাবা বাড়ির বাইরে বেরোতেই ঘরে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। পরে স্থানীয়রা দরজা ভেঙে উদ্ধার করে দ্রুত বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তারপর মৃতদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।

সুদীপ্তর আত্মীয় আনন্দ মহন্ত জানান, ‘‘গাড়ি কেনার জেদে নিজেকে শেষ করে দিল। ওর বাবা বলেছিল কিনে দেবে। কিছুদিন সময় দিতে বলেছিল। কিন্তু ও শোরুমে ঘুরে গিয়ে তখনই চাই বলে জেদ ধরল। মা-বাবা না থাকা কালীন এই ঘটনা ঘটিয়েছে।’’ আপাতত পুলিশের পুরো ঘটনা খতিয়ে দেখছেন। একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Sponsored Ads
Display Your Ads Here









