"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন যাতায়াত করা যায় এই ট্রেনে

Share

নিউজ ডেস্কঃ নিত্যদিন দেশে বহু মানুষ রেলপথে টিকিট কেটে যাতায়াত করেন। কিন্তু আমাদের দেশে এমন একটি জায়গা আছে যেখানে ট্রেনে যাতায়াত করতে কোনো টিকিট লাগে না। একদম বিনামূল্যে হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সীমান্তের এই ট্রেনে যাতায়াত করা যায়। আর যদি কেউ ভাকরা নাঙ্গাল বাঁধ দেখতে যান তাহলে বিনামূল্যে এই ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন।

অর্থাৎ এই ট্রেনটি দিনে দু’বার নাঙ্গাল থেকে ভাকরা বাধেঁর মধ্যে চলাচল করে। এটি ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত হয়। মূলত এই ট্রেনটি ভাকরা বাঁধ সর্ম্পকে নানা তথ্য দেওয়ার জন্য চালানো হয়।


উল্লেখ্য যে, এই রেলপথ পাহাড় ভেঙে তৈরী হয়েছে। ১৯৪৯ সালে প্রথম এই ট্রেনটি চালানো হয়েছিল। গত ৭৩ বছর থেকে প্রতিদিন ২৫ টি গ্রামের ৩০০ জন মানুষ এই ট্রেনে যাতায়াত করেন। ডিজেল ইঞ্জিন চালিত এই ট্রেনে দিনে ৫০ লিটার ডিজেল খরচ হয়।


সকালবেলা ৭ টা ৫ মিনিটে এই ট্রেনটি নাঙ্গাল থেকে যাত্রা করে ও ৮ টা ২০ মিনিটে ভাকরা বাঁধ থেকে নাঙ্গাল ফিরে আসে। এরপর আবার দুপুরবেলা ৩ টে ৫ মিনিটে নাঙ্গাল থেকে যাত্রা করে এবং বিকেলবেলা ৪ টে ২০ মিনিটে ভাকরা বাঁধ থেকে নাঙ্গাল ফিরে আসে। এই ট্রেনের মাধ্যমে ছাত্ররা বেশী উপকৃত হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031