ব্যুরো নিউজঃ টোকিওঃ গতকাল টোকিও অলিম্পিক্সে দীপক পুনিয়া ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে গিয়েছেন। আর আজ সকালে দীপকের বিদেশী কোচ মুরাদ গাইদারভকে ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি বহিষ্কার করলো।
সূত্রের ভিত্তিতে জানা যায়, মুরাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, দীপক পুরুষদের কুস্তিতে ৮৬ কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের ম্যাচে সান মারিনোর মাইলস আমিনের কাছে অল্পের জন্য হেরে যান। ম্যাচ শেষ হওয়ার পর মুরাদ রেফারিদের ঘরে চলে যান। এরপর ওই ম্যাচে যিনি রেফারি ছিলেন তাঁর গায়ে হাত তোলেন।
সেই কারণে মুরাদের অলিম্পিক্স অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে। এমনকি গেমস ভিলেজ থেকে বার করে দেওয়া হয়েছে।
এই ঘটনার পর থেকেই বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থা ফিলা বিষয়টি ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটিকে জানায়। ভারতীয় কুস্তি সংস্থাকে শুনানিতে ডাকা হলে ক্ষমা চেয়ে নিলেও তাদের সতর্ক করা হয়। ভারতের কাছে জানতে চাওয়া হয়, রাশিয়ার এই কোচের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত জানিয়ে দেয়, ওই কোচকে বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত কোচ হিসেবে মুরাদ এরকম কাণ্ড আগেও ঘটিয়েছিলেন। শুধু তাই নয়, ২০০৪ সালের অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে হারের পর বিপক্ষের উপর চড়াও হয়েছিলেন।