নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ এক নৃশংস হত্যার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের কানপুরের নারওয়াল এলাকা। যেখানে গতকাল ১০ বছর বয়সী এক জন বাচ্চাকে চোখে পেরেক ঢুকিয়ে, মুখে সিগারেটের ছ্যাঁকা দিয়ে, পা দিয়ে গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হলো। যা দেখে শিউরে উঠলো গোটা এলাকাবাসী।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ওই বাচ্চাটি খেলতে বেরিয়ে আর ফেরেনি। তাই অনেক খোঁজাখুঁজির পর পরিবারের তরফে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রমেন্দ্র মিশ্র নামে স্থানীয় এক ব্যক্তির খামার থেকে ওই বাচ্চাটির দেহ উদ্ধার করে।
মৃতদেহের পাশ থেকে দু’টি গ্লাস, দেশী মদের বোতল ও সিগারেটের টুকরো পাওয়া যায়। আবার কিছুটা দূরে অন্য একটি খামার থেকে ওই বাচ্চাটির জামা-প্যান্ট উদ্ধার করা হয়েছে।
ওই বাচ্চাটির দেহের ক্ষত চিহ্ন দেখে ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান যে, “ওই বাচ্চাটির এক চোখে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর সিগারেট দিয়ে মুখে ছ্যাঁকা দিয়ে গলায় পা দিয়ে শ্বাসরোধ করা হয়েছে।
কিন্তু ওই বাচ্চাটিকে খুন করা হলো কেন তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এর পাশাপাশি ওই বাচ্চাটিকে ধর্ষণ করা হয়েছে কি না বা এই খুনের সঙ্গে তন্ত্রসাধনার কোনো যোগসাজশ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এই ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েক জনকে আটক করে জেরা করা শুরু হয়েছে।