নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ নির্বাচনী প্রতিশ্রুতি মেনে কর্ণাটকের কংগ্রেস সরকার আগামী রবিবার থেকে রাজ্যের মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করতে চলেছে। কংগ্রেস সরকারের তরফে এই প্রকল্পের নাম ‘শক্তি’ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, রবিবার সকালবেলা রাজ্যের মন্ত্রীরা বেঙ্গালুরু থেকে ও বিধায়কেরা নিজের কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ভাবে এই বাস পরিষেবা চালু করবেন। যে সমস্ত সরকারী বাসে এই সুবিধা পাওয়া যাবে, তার মধ্যে একটিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিজে বাসের কন্ডাক্টর হয়ে মহিলা যাত্রীদের হাতে বিনামূল্যের টিকিট তুলে দেবেন।
এই প্রকল্পের উদ্বোধন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের যাবতীয় সুবিধা পাবেন। কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল, দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষ নাজেহাল।
তাই মহিলা যাত্রীদের সুরাহা করতেই সরকার বিপুল অর্থব্যয় সত্ত্বেও তাদের বিনামূল্য বাস পরিষেবা দেবে।’ প্রসঙ্গত, কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফে ভোটারদের যে পাঁচটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কংগ্রেসের নির্বাচনী জয়ের ক্ষেত্রে বড়ো ভূমিকা ছিল।