নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার চাপড়ায় এক মহিলাকে রাস্তায় ফেলে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক জন যুবকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার বাড়ি কোতোয়ালি থানার দৈয়ের বাজার এলাকায়। এদিন সেখান থেকে ফেরার সময় রাস্তাটি প্রায় জনশুন্যই ছিল। তখন হঠাৎই স্বপন বিশ্বাস নামে এক জন যুবক পিছন থেকে এসে তার মুখ চেপে ধরে ছুরি দিয়ে কোপ মারতে থাকেন। এরপর ওই মহিলার চিৎকার শুনে কয়েক জন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এর পাশাপাশি স্বপনকে স্থানীয়রা ঘটনাস্থল থেকেই আটক করে কৃষ্ণনগর থানার পুলিশের হাতে তুলে দেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলা পুলিশকে জানান, ‘‘বিগত দু’বছর থেকে ওই যুবক উত্ত্যক্ত করত। মাঝে মধ্যেই শারীরিক সম্পর্কের কুপ্রস্তাবও দিত।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ওই প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই এই হামলা করা হয়েছে।’’ ফলে পুলিশ সমগ্র বিষয়টি তদন্ত করে এদিন স্বপনকে আদালতে পেশ করে পুলিশী হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল। তাই আপাতত অভিযুক্ত স্বপনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here