নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ তামিলনাড়ুর তুতিকোরিনের তেনকাসি জেলার কন্নাড়িকুলামে ঘটে গেল এক ভয়ানক ঘটনা। যেখানে স্ত্রীর প্রেমিকের মাথা কেটে সেই কাটা মুন্ডু স্ত্রীকে দিয়ে এলেন স্বামী নিজেই।
সূত্রের খবর, স্ত্রীর ডি মুরুগান নামে এক জন ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠায় প্রায় প্রতিদিনই স্ত্রীর স্বামী এস ভেলুস্বামীর সাথে অশান্তি হত। পরে বাধ্য হয়ে স্ত্রী এস ভেলুস্বামীর সাথে সম্পর্ক ত্যাগ করেছিলেন। এরপর বৃহস্পতিবার ডি মুরুগান যখন নিজের জমিতে গরু চরাচ্ছিলেন তখন হঠাৎ এস ভেলুস্বামী একটি ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়ে মাথা কেটে ফেলেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর ওই কাটা মাথা একটি প্লাস্টিকের ব্যাগে ভরে শ্বশুরবাড়িতে নিয়ে কাটা মুন্ডু বের করে বাড়ির সামনে রেখে দিয়ে পালিয়ে যান। যা দেখে স্থানীয়রা রীতিমতো চমকে ওঠেন। আর পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাটা মুন্ডুটি উদ্ধার করে নিয়ে যান। পাশাপাশি ডি মুরুগানের মৃতদেহ জমি থেকে উদ্ধার করে অভিযুক্ত এস ভেলুস্বামীকে গ্রেফতার করেন।
Sponsored Ads
Display Your Ads Here