নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের মুলুন্দ পশ্চিমের জাভের রোডের ৩৯ দিনের কন্যাসন্তানকে ১৫ তলার বারান্দা থেকে ছুঁড়ে ফেললেন মা। আজ পুলিশ ঘটনাটি প্রকাশ্যে এনেছে।
পুলিশ সূত্রে খবর, একটি বহুতলের বাসিন্দা ওই মহিলা দেড় মাস আগে একটি কন্যাসন্তানের জন্ম দেন। ওই মহিলা শারীরিক ভাবে প্রতিবন্ধী। কানে শুনতে পান না। চোখেও দেখতে পান না। এই ঘটনার সময় শিশুটির কাকা অন্য ঘরে ছিলেন। তিনি শব্দ পেয়ে ছুটে গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে গেলে ততক্ষণে শিশুটি মারা যায়।
এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এর আগেও গত বছর জুলাই মাসে ওই মহিলা একটি সন্তানের জন্ম দেন। তখন ওই সদ্যোজাত ছেলে মায়ের দুধ খেতে খেতেই মারা গেলে ওই মহিলা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
এখন প্রশ্ন উঠছে যে এক জন প্রতিবন্ধী মহিলা কেন আর কিভাবেই বা নিজের সন্তানকে এভাবে হত্যা করতে পারলেন? আপাতত পুলিশ ওই মহিলাটিকে গ্রেফতার করে গোটা বিষয়টি জানতে তদন্ত শুরু করেছেন।