নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ বিবাহবিচ্ছেদের মামলার রায়দানের ঠিক আগের দিন রাতেরবেলা নদীয়ার হাঁসখালিতে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কয়েক বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। কিন্তু বিয়ের পর মনোমালিন্য হওয়ায় কিছু দিন আগে আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। আজ সেই মামলার চূড়ান্ত রায় ছিল। এর মধ্যে গতকাল স্বামীর সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হতে হতে গুলির শব্দ শোনা যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ২৭ বছর বয়সী সুজাতা বিশ্বাসকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান। তারপর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সুজাতার মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছেন। এছাড়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এসেছে? বা স্বামীই খুন করেছেন কিনা অথবা কেনই বা খুন করেছেন তা ভালোভাবে খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here