পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুরে টাকা না দেওয়ায় স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। আবার গাড়ির চাবিও কেড়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া সবুজ সংঘের বাসিন্দা অজিত ও মামণির বিয়ে হয়েছিল। অজিত এবং মামণির ৭ বছর বয়সী একটি পুত্র সন্তানও আছে।
‘ভ্যালেন্টাইন উইক’ চলছে। এই সময় প্রেমিক-প্রেমিকারা একে অপরের কাছে বিভিন্ন আবদার করে থাকে। না দিতে পারলে অভিমান হয়। সেইমতো গতকাল ভ্যালেন্টাইনস্ ডে উপলক্ষে মামণি অজিতের কাছে ১৫ হাজার টাকার আবদার করে। কিন্তু অজিত ওই টাকা দিতে না পারায় তাকে কাঁচের গ্লাস ছুঁড়ে মাথা ফাটিয়ে দেয়।
প্রতিবেশীরা অজিতের চিৎকার শুনে বাড়িতে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুতর চোটের কারণে মাথায় ছয়টি সেলাই পড়েছে। অজিত জানায়, ‘‘এই ঘটনার সাথে মামণির বাবা অচিন্ত্য মণ্ডলও জড়িত। কারণ অচিন্ত্যবাবুর টাকার দরকার আছে বলে ১৫ হাজার টাকা চাওয়া হয়।’’
তাই সে দু’জনের নামেই নরেন্দ্রপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। এমনকি এও অভিযোগ করে যে বিয়ের পর থেকে প্রায়ই মামণি মারধর করত। পুলিশ অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছেন।