অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ পার্কসার্কাসের চার নম্বর ব্রিজের এক ভয়াবহ বাস দুর্ঘটনা। আন্দুল-নিউটাউন রুটের একটি যাত্রীবোঝাই বাস নিউটাউন যাওয়ার সময়ে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে। এর জেরে আহত হয়েছেন একাধিক যাত্রী। তবে কারোর আঘাত খুব গুরুতর নয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশী ছিল। চালক পাশের একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিলেন। অনেকক্ষণ থেকে এই দুই বাসের মধ্যে রেষারেষি চলছিল। চার নম্বর ব্রিজে ওঠার পর ফাঁকা জায়গায় গতিবেগ বাড়তেই পাশ কাটিয়ে যাওয়ার সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রেলিংয়ে সজোরে ধাক্কা দিতেই বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়।
এরপর যাত্রীরা বাসের ভেতর ছিটকে পড়তেই কারোর মাথায়, কারোর কপালে বা কারোর হাতে আঘাত লাগে। তারপর প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি অনান্য বাসের যাত্রীরা বাস থেকে নেমে সাহায্যের জন্য এগিয়ে আসেন।
এছাড়া আহত বাস যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এই দুর্ঘটনার পর বাসের চালক ও কনডাক্টরও পালিয়ে গেছেন। এদিকে এই দুর্ঘটনার কারণে এলাকায় বেশ কিছুক্ষণের জন্য যানজট তৈরী হয়।
এর ফলে দিনের ব্যস্ততম সময় নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। তবে ট্রাফিক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর ধীরে ধীরে পুলিশী প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।