নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকের শিবমোগ্গার কাছে আরাশিনাগুন্ডি ঝরনাস্থলে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে রিলস বানাতে গিয়ে আচমকা ঝরনার জলের তোড়ে পড়ে ভেসে গিয়ে মৃত্যু হলো ১ জন যুবকের।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ওই যুবক এক বন্ধুর সাথে ঝরনা দেখতে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে রিলস বানানোর কথা ভাবে। তাই সেই মতো রিলস বানানোর জন্য ঝরনার পাশে একটি পাহাড়ি ঢিবিতে দাঁড়িয়েছিল। আর ওই বন্ধু বেশ কিছুটা পিছনে ক্যামেরা হাতে দাঁড়িয়েছিল।
তবে ওই যুবক হঠাৎ করে আসা ঝরনার জলের তোড়ে ওই ঢিবি থেকে পড়ে জলের তোড়ে ভেসে যায়। মূলত এই রিলস বানানোর সময় বা নিজস্বী তুলতে গিয়ে বহু মানুষ একাধিক দুর্ঘটনার শিকার হয়ে নিজের প্রাণ হারিয়ে ফেলেছে।