নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দিল্লির সংসদের বাইরে আপ নেতা রাঘব চড্ডার মাথায় একটি কাক ঠোক্কর মারে। যা নিয়ে নেটমাধ্যমে জোরকদমে চর্চা চলছে। আবার বিজেপির তরফেও ওই ছবিকে পোস্ট করে কটাক্ষ করা হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, সংসদে এখন বাদল অধিবেশন চলছে। রাঘব চড্ডা সংসদের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। এর মধ্যে একটি কাক পিছন দিক থেকে উড়ে এসে মাথায় ঠোক্কর মারছে।
আর এই ছবির একটি কোলাজ দিল্লি বিজেপির টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যেখানে একটি বিখ্যাত গানের লাইনকে উল্লেখ করে কটাক্ষ করা হয়েছে যে, ‘‘ঝুট বোলে কৌয়া কাটে। এটা আজ অবধি শুধু শুনেছিলাম। আজ তো দেখেও নিলাম যে, কাক মিথ্যাবাদীকে ঠোক্কর মারছে।’’
আবার বিজেপি নেতা তেজিন্দ্র পাল সিংহ বাগ্গা আলাদা করে ছবি পোস্ট করে তাঁকে আক্রমণ করে ব্যঙ্গের সুরে লিখেছেন, ‘‘মাননীয় সাংসদ রাঘব চড্ডাজীর উপর কাকের আক্রমণের কথা শুনে আমি শোকাহত। আশা করি আপনি সুস্থ আছেন।’’
মূলত বিজেপির দাবী, ‘‘গত কয়েক দিন ধরে মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধীরা সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে।’’