নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে সেতু তৈরীর জন্য লোহার বিম তুলতে গিয়ে আচমকা তার ছিঁড়ে উল্টে গেল হাইড্রলিক ক্রেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই দুর্ঘটনায় যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেলেন।
জানা যায়, সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে বাস ঢোকা ও বের হওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়েতে একটি উড়ালপুল তৈরী হচ্ছে। এদিন ওই কাজ চলাকালীন ক্রেনটি ভারসাম্য হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায়। ওই সময় কলকাতামুখী লেনে যান চলাচল করছিল। ফলে বড়োসড়ো দুর্ঘটনার আশঙ্কা ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এই দুর্ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা কোনা এক্সপ্রেসওয়ের একটি লেন বন্ধ রাখা হয়। একটি লেন দিয়েই দু’দিকের গাড়ি চলাচল করায় যানজটেরও সৃষ্টি হয়। সাঁতরাগাছি ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আপাতত রাজ্য পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারেরা এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here