নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই বীরভূমে দিকে দিকে তাজা বোমা সহ বন্দুক উদ্ধার হয়েছে। যা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়। আজ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সরদাঙ্গা ও ল’ডাঙ্গা গ্রামের মাঝে একটি পুকুর পাড়ে তল্লাশি চালিয়ে দু’টি ড্রাম থেকে তাজা বোমা উদ্ধার করে। পুলিশ বোমাগুলিকে বাজেয়াপ্ত করে নিষ্ক্রিয় করার জন্য সিআইডির (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) বম্ব স্কোয়াডকে খবর দেয়।
পুলিশের অনুমান ড্রামে প্রায় ৪২টি তাজা বোমা মজুত ছিল। এছাড়া ইলামবাজার থানার পুলিশও নাচুনসা গ্রামের নদীর ধার থেকে একটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে। অন্য দিকে, নানুর থানার পুলিশ তাখোরা ও ব্রাহ্মণখণ্ড গ্রামে তল্লাশি চালিয়ে দু’ড্রাম করে মোট চার ড্রাম তাজা বোমা উদ্ধার করে। পাশাপাশি নানুরে একটি ওয়ান শটার বন্দুক এবং একটি গুলি সহ আকাল মোল্লা নামে এক জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, অভিযুক্ত আকাল মোল্লার বাড়ি নানুরের বেলুটি গ্রামে। উল্লেখ্য যে, কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। তবে দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। ফলে গোটা জেলা রীতিমতো সরগরম হয়ে উঠেছে।