নিজস্ব সংবাদদাতাঃ কোলাঘাটঃ আজ ভোরবেলা মেচেদায় ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল রেললাইনের পাশের বস্তির একাংশ। এর জেরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয় বাবা গোকুল কর ও মেয়ে মলিনার। শীতের সকালবেলা এই ঘটনায় এলাকাময় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কোলাঘাট থানার পুলিশ এবং দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বস্তির সিংহভাগই আগুনে একেবারে ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি গোকুলবাবু ও মলিনার দেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্না করার সময় একটি বাড়িতে আগুন ধরে সেই আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে প্রায় ১৫ টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। আর তখন বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারলেও ঘুমের ঘোরে অসুস্থ গোকুলবাবু এবং মলিনা বেরোতে না পারায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।