ব্যুরো নিউজঃ অস্ট্রেলিয়াঃ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে মেয়েকে স্নান করাতে গিয়ে বাবা ফেসবুকে ব্যস্ত হয়ে পড়ায় বাথটবে ডুবেই মৃত্যু হয় শিশুকন্যা লিয়ার। এই ঘটনায় চূড়ান্ত গাফিলতির নজির প্রকাশ্যে এসেছে।
সূত্রের ভিত্তিতে জানা যায়, ২৬ বছর বয়সী ডানিয়েল জেমস গ্যালাঘার লিয়াকে বাথটবে বসিয়ে স্নান করানোর সময় জল ছেড়ে দেন। কিন্তু জল ছেড়ে রেখেই ধূমপান করতে বাইরে গিয়ে ফেসবুকে ব্যস্ত হয়ে পড়েন। প্রায় সাত মিনিট পর হঠাৎ মেয়ের কথা মনে পড়লে ফিরে এসে দেখেন বাথটবে জল উপচে পড়ছে আর তাতে লিয়ার নিথর দেহ উপুড় হয়ে পড়ে রয়েছে।
এরপর মুখে ফুঁ দিয়ে লিয়াকে বাঁচানোর চেষ্টা করলেও লাভ হয়নি। পুলিশ গোটা ঘটনাটির খবর পেয়ে ডানিয়েলকে হত্যার অভিযোগে গ্রেফতার করেন। ব্রিসবেন কোর্ট মামলা উঠলে অভিযুক্ত নিজের ভুল স্বীকার করে নেন। এই পুরো ঘটনায় বিচারক পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও শিশুকন্যাকে বাথটবে রেখে অন্যত্র চলে যাওয়া নিয়ে স্ত্রীর সাথে অভিযুক্ত ডানিয়েলের বিচ্ছেদও হয়ে যায়। তবে এইবারের ঘটনায় শিশুকন্যার প্রাণটাই চলে গিয়েছে।