নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ জীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষা দিতে বসেই দুর্ঘটনার মধ্যে পড়তে হলো ২ জন পরীক্ষার্থীকে। আর এই দুর্ঘটনাটি বোলপুর বিবেকানন্দ স্কুলে ঘটে গেল। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
জানা গিয়েছে, এবার বোলপুরের একলব্য মডেল স্কুলের পড়ুয়াদের বিবেকানন্দ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল। যথারীতি পড়ুয়ারাও পরীক্ষা দিচ্ছিল। আর ঠিক ওই সময় হঠাৎ করে সিলিং থেকে ফ্যান খুলে পড়তেই একলব্য মডেল বিদ্যালয়ের দু’জন ছাত্রী আহত হয়। এরপর পরীক্ষার পরই বিবেকানন্দ বিদ্যালয়ের তরফে আহতদের উদ্ধার করে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

- Sponsored -
বিদ্যালয় কর্তৃপক্ষ চন্দন ঘোষ এই প্রসঙ্গে জানান, “কিছুই না। পরীক্ষা দিচ্ছিল। শেষও হয়ে গিয়েছিল। সেই সময় ফ্যান খুলে দু’জন ছাত্রীর মাঝে পড়ে যায়। তবে বাচ্চাদের শরীরিক অবস্থা খতিয়ে দেখতে তখনই আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলাম।”