নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগড়ঃ সাপ দেখে ভয় পায় না এমন মানুষ নজির বিহীন। অধিকাংশ মানুষই সাপ থেকে দশ হাত দূরে থাকতেই বেশী পছন্দ করেন। আবার অনেক জায়গায় বিষাক্ত সাপ কোনো অনিষ্ট না করলেও তাদেরকে মেরে ফেলা হয়।
কিন্তু এবার ছত্রিশগড়ের কোরবা এলাকার বাসিন্দা রাজু জাংড়ে ও হিতেন্দ্র আনন্দ রেগে গিয়ে বেলিয়া ক্রেট প্রজাতির বিষাক্ত সাপ চিবিয়ে খেয়ে ফেললো। এই প্রজাতির সাপের বিষ এতোটাই মারাত্মক যে দংশনের ১৫ মিনিটের মধ্যেই দুর্বল শরীরের মানুষের প্রাণ হারানোর সম্ভাবনা থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীরা একটি বিষাক্ত সাপকে মেরে পুড়িয়ে দিচ্ছিলেন। সেই সময় মদ্যপ অবস্থায় রাজু এবং হিতেন্দ্র নামের দুই যুবক সেখানে উপস্থিত হয়। তখন রাজু সেই গোটা সাপটি নিয়ে মাথায় কামড় বসিয়ে দেয়। এরপর হিতেন্দ্র রাজুর হাত থেকে ছিনিয়ে নিয়ে সাপটি খেতে শুরু করে।
সাপটি খাওয়ার কিছুক্ষণ পরেই রাজু ও হিতেন্দ্র অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দুই যুবক সুস্থ হয়ে জানিয়েছে যে, “বহুদিন ধরে এই এলাকার মানুষ সাপের উপদ্রবে নাজেহাল হয়ে পড়েছেন। এমনকি বেশীরভাগ এলাকাবাসীর ঘরের মধ্যেও সাপ দেখতে পাওয়া গেছে। তাই মদ্যপ অবস্থায় থাকায় অত্যন্ত রেগে গিয়ে সাপটিকে চিবিয়ে খায়”।
এই ধরণের আশ্চর্যকর ঘটনায় এলাকা জুড়ে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।