পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল দুপুরে দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তী থানার অন্তর্গত গরাণবোস গ্রামে বিদ্যুত্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতা হলেন ৫৪ বছর বয়সী ময়ূরজান বিবি।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই গ্রামের বাসিন্দা ময়ূরজান বিবি স্নান সেরে ভিজে কাপড় শুকনো করার জন্য ঘরের মধ্যে মেলে দিয়েছিলেন। আচমকা সেই সময় তিনি বিদ্যুত্পৃষ্ট হয়ে পড়েন।
এরপর এলাকাবাসীরা বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে চিকিত্সার জন্য বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
বাসন্তী থানার পুলিশ ঘটনাটির খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মৃত্যুর কারণ জানতে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের সাথে সাথে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।
এই ঘটনাটিকে কেন্দ্র করে মৃতার পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে।