নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে আবারও সেবকের বাগপুলে ১০ নম্বর জাতীয় সড়কে নামল ধস নামলো। কিন্তু কোনো হতাহতের খবর নেই। তবে ধসের জেরে সড়কপথে বাংলা-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যুদ্ধকালীন তত্পরতায় ধস মেরামতির কাজ চালানো হচ্ছে।
একটানা বৃষ্টির ফলে পাহাড়ে ধস যেন লেগেই রয়েছে। সম্প্রতি ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামার কারণে দার্জিলিং-সিকিমের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
তার আগে সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলাকালীন মামখোলায় ধস নেমে এক শ্রমিকের মৃত্যু হয় ও পাঁচ জন শ্রমিক নিখোঁজ হয়ে যান।
এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। এছাড়া মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুত্ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের পাশাপাশি নদীয়া, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুত্ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সারাদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি চলাকালীন তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্প বেশী থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।