প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। পাশের হার ৯৯.৫ শতাংশ। জুন মাসে পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের জন্য গত ১৭ ই জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়। এই বছরই প্রথম অফলাইন পরীক্ষা হয়। মাত্র ২০ দিনের মধ্যেই বোর্ড ফলাফল প্রকাশিত করে।

পরীক্ষার জন্য ৯২,৬৯৫ জন রেজিস্ট্রেশন করেছিল। এর মধ্যে ৭১ শতাংশ অর্থাত্‍ ৬৫,১৭০ জন পরীক্ষা দিয়েছিল। রাজ্যে প্রথম হয়েছেন রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে।


দ্বিতীয় স্থানে বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌম্যজিত্‍ দত্ত।

তৃতীয় স্থানে নদীয়ার শান্তিপুর মিউনিসিপাল হাইস্কুলের ব্রতীন মণ্ডল।


চতুর্থ স্থানে হাওড়ার এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠের অঙ্কিত মণ্ডল।

পঞ্চম স্থানে নারায়ণ ই-টেকনো স্কুলের গৌরব দাস।


ষষ্ঠ স্থানে দিল্লি পাবলিক স্কুলের (কালিকাপুর) আয়ুষ গুপ্ত।

সপ্তম স্থানে কলকাতার আর্মি পাবলিক স্কুলের ঋতম দাসগুপ্ত।

অষ্টম স্থানে নরেন্দ্রপুর বি ডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তার্শ্ব ভট্টাচার্য।

নবম স্থানে সেন্ট স্টিফেন্স স্কুলের ঋষভ কেজরিওয়াল।

দশম স্থানে বালিগঞ্জ গভর্মেন্ট হাইস্কুলের সৌহার্দ্য দত্ত।

ফলাফল প্রকাশের জন্য বোর্ডের এই ওয়েবসাইটে-https://wbjeeb.nic.in/ লগইন করতে হবে। বোর্ডের তরফে জানানো হয়েছে, ১৩ ই আগস্ট থেকে তিন পর্যায়ে কাউন্সেলিং শুরু করা হবে। ১১ ই সেপ্টেম্বর কাউন্সেলিং শেষ হবে।

ফলাফল ঘোষণার আগে বোর্ডের তরফে থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে, “ছাত্র-ছাত্রীরা কোন ইনস্টিটিউটে ভর্তি হবেন এর জন্য আগে থেকে হোমওয়ার্ক করে রাখুন। কাউন্সেলিংয়ের সময় নিজের পছন্দের কলেজ বাছতে সুবিধা হবে। কাউন্সেলিং তিন রাউন্ডে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয় রাউন্ডে আপগ্রেশন হবে। এরপর ভর্তির প্রক্রিয়া শুরু করা হবে”।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930