নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ সকালে একটি বাইসন গরুমারার জঙ্গল থেকে বেরিয়ে মাল শহরের ক্ষুদিরামপল্লি এলাকায় হামলা চালানোর জেরে মৃত্যু হয়েছে স্থানীয় এক মহিলার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতসকালে ওই মহিলা ফুল তুলতে বেরিয়েছিলেন। আচমকাই বাইসনের মুখোমুখি পড়ে গেলে ওই বাইসন মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর ওই মহিলা রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বাইসনটি কখনো মাল শহরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় তো কখনো আবার পার্শ্ববর্তী বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দা সন্দীপ ভুঁইয়া জানান, “সকালে তারা বাড়ির সামনে বাইসনটি দাঁড়িয়ে থাকতে দেখেন। তারপর আতঙ্কে আর বাড়ি থেকে বের হননি”।
বনকর্মীরা এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন। জলপাইগুড়ি থেকে একটি বিশেষ ট্র্যাংকুলাইজ দলকে খবর দেওয়া হয়। বাইসনটি এলাকা জুড়ে ছোটাছুটি শুরু করায় বনকর্মীদের বাইসনটিকে কাবু করতে অনেক বেগ পেতে হয়। অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাইসনটিকে কাবু করে জঙ্গলে ফেরত পাঠানো হয়।