রায়া দাসঃ কলকাতাঃ বাংলার আকাশে ফের ঘুর্ণিঝড়ের ভ্রুকুটি। ফলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের উপকূল যাওয়ার ক্ষেত্রে সতর্ক বার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণাবর্ত দক্ষিণ আন্দামান সাগরে শক্তি বাড়াচ্ছে। ৭ ই মে তা নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপ থেকেই ঘুর্ণিঝড় ‘অশনি’ তৈরী হবে। ৮ ই মে সন্ধেবেলা থেকে ঝড় উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করবে। আর ১০ ই মে ঝড় অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছে যাবে।
এই ঘুর্ণিঝড়ের প্রভাবে ১০ ই মে থেকে ১৩ ই মে অবধি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।