অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে উত্তরের হাওয়া প্রবেশ করতে বাধা পাওয়ায় গত কয়েক দিন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এর জেরে শীতের আমেজ যেন হারিয়ে গেছে।
গতকালের মতো আজকেও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। সকাল থেকেই এক চিলতে রোদের দেখা নেই। আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে। এর সঙ্গে জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদও বেড়ে গেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী বেশী।
গত ২৪ ঘণ্টায় কলকাতার পাশাপাশি আসানসোল, ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। এর সাথে সাথে হাওড়া, হুগলী, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণাতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।