নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ গতকাল উত্তর দিনাজপু্রের রায়গঞ্জের মহারাজা হাট এলাকায় রবীন্দ্রনাথ দত্ত নামে ৫১ বছর বয়সী এক ব্যাক্তি প্রকাশ্যেই গোখরো সাপ ধরে সকলের সামনে খেলা দেখানোর চেষ্টা করতে গিয়েই বাঁ হাতে ছোবল খায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবীন্দ্রনাথবাবু নেশাগ্রস্ত অবস্থায় এই কাণ্ড ঘটান। আর নেশাগ্রস্ত অবস্থায় থাকায় প্রথমে টের না পেলেও কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে মহারাজা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতির জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথবাবুর সাপ ধরার কোনো প্রশিক্ষণ ছিল না। তবে মাঝের মধ্যেই নেশাগ্রস্ত অবস্থায় সাপ ধরে কখনো পকেটস্থ করেন আবার কখনো গলায় পেঁচিয়ে রাখতেন। সাপ নিয়ে এহেন আচরণের কারণেই অকালে প্রাণ হারালেন। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।