মিনাক্ষী দাসঃ ডিম একদিকে যেমন প্রোটিনের উৎস, তেমনই ডিমের সাদা অংশ ও কুসুম ত্বকের জন্য ভিন্ন ভিন্ন উপকার করে। ডিম শরীরে প্রয়োজনীয় পুষ্টি দিতে পারে। এছাড়া চুলের যত্নেও তা বেশ কার্যকরী। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ডিম খাওয়ার সাথে সাথে সঠিক উপায়ে মুখে লাগালে চকচকে ত্বক পাওয়া যায়।
ত্বকের ক্ষেত্রে ডিমের উপকারীতাঃ
ডিমের সাদা অংশঃ ত্বক টানটান করে, অতিরিক্ত তেল কমায় এবং রোমকূপ সংকুচিত করে।
ডিমের কুসুমঃ ত্বক নরম ও ময়শ্চারাইজড রাখে। আর শুষ্ক ত্বকের জন্য উপকারী।
Sponsored Ads
Display Your Ads Here
ব্যবহারের উপায়ঃ
শুষ্ক ত্বকের জন্যঃ ডিমের কুসুমের সাথে এক চামচ মধু মিশিয়ে লাগাতে হবে। এরপর প্রায় কুড়ি মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
তেলতেলে ত্বকের জন্যঃ ডিমের সাদা অংশ ফেটিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে। তারপর পনেরো মিনিট পর ধুয়ে ফেলতে হবে। তাতে ত্বকের অতিরিক্ত তেল কমবে এবং ত্বক টানটান হয়।
ত্বক উজ্জ্বল করার জন্যঃ ডিমের সাদা অংশ, কয়েক ফোঁটা লেবুর রস ও মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরী করতে হবে। সপ্তাহে এক থেকে দু’বার ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে।
Sponsored Ads
Display Your Ads Here
মৃত কোষ দূর করার জন্যঃ ডিমের সাদা অংশের সাথে ওটস মিশিয়ে হালকা স্ক্রাব বানিয়ে মুখে লাগানো যেতে পারে। এমনটা করলে ত্বকের সকল মৃত কোষ দূর হয়।
তবে যদি ডিম খেলে অ্যালার্জি হয়, তাহলে ত্বকে ব্যবহার করা উচিত নয়। তাতে ত্বকে জ্বালাভাব এবং ব়্যাশ হতে পারে। অতএব, সরাসরি ত্বকে ডিম প্রয়োগের আগে সবসময় প্যাচ টেস্ট করে নেওয়া উচিত। উল্লেখ্য, কাঁচা ডিম ব্যবহার করার সময় সংক্রমণ এড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।