দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো বাঁকুড়ায়। আগামী ২৭ শে মার্চ একেবারে প্রথম পর্বে বাঁকুড়ার আরো তিন কেন্দ্রের সঙ্গে ছাতনা বিধানসভা কেন্দ্রেও ভোট গ্রহণ। কিন্তু তার আগে এই বিধানসভা এলাকার ইন্দপুরের বাঁশিডী গ্রামে ও মেজিয়া ব্লকের বিভিন্ন গ্রামে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেল।
https://www.youtube.com/watch?v=HZjcGLj2zEA
কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মী-আধিকারিকরা বৃহস্পতিবার সকালেই ওই সকল গ্রামে পৌঁছে যান। গ্রামের ৮০ বছরের ঊর্দ্ধে থাকা বৃদ্ধ-বৃদ্ধা এমনকি শারীরিকভাবে অক্ষম কিংবা প্রতিবন্ধীদের বাড়িতে অস্থায়ী ভোট কেন্দ্র তৈরী করে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereআর এবারই ভোটের আগে ভোটদান কর্মসূচীকে ঘিরে পুরো গ্রামগুলি জুড়ে উৎসবের চেহারা নিয়েছে। অভিনব এই ভোটদান প্রক্রিয়াকে সকলেই সাধুবাদ জানাচ্ছে।