নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ গতকাল রাতেরবেলা থেকে ভোরবেলা ৬টা অবধি একটানা ভারী বৃষ্টিতে নাগপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়লো। এদিন ভোরবেলা পর্যন্ত নাগপুর বিমানবন্দর এলাকায় ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, এই বৃষ্টির জেরে একাধিক রাস্তা ও জনবহুল এলাকা জলের তলায় চলে গিয়েছে। তাই রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরসভা জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে এদিন বিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ টুইটারে লিখেছেন, ‘‘অবিরাম বৃষ্টি হচ্ছে। আমবাজারি লেকের জল ফুঁসছে। লেক সংলগ্ন নীচু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের অন্য অংশও বিপর্যস্ত। ফলে এই পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখা হয়েছে। পাশাপাশি প্রশাসনকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এরই মধ্যে মৌসম ভবন বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। এর ফলে নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here