নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আগামী ৩০ শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করবে। তার আগে আজ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অবধি ট্রায়াল রান শুরু হয়। মাত্র আট ঘণ্টায় ওই নীল-সাদা রঙের এই অত্যাধুনিক দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর কথা।
এদিন সকালবেলা ৬ টা নাগাদ হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রায়াল রান শুরু হয়। এই এক্সপ্রেসের গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত। সপ্তাহে ছয় দিন ভোরবেলা ৫ টা ৫০ মিনিটে এই এক্সপ্রেস ছাড়বে। আর দুপুরবেলা ১ টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে।
Sponsored Ads
Display Your Ads Here
আবার নিউ জলপাইগুড়ি থেকে দুপুরবেলা ২ টো ৫০ মিনিটে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে ১০ টা ৫০ মিনিটে পৌঁছাবে। তবে মালদহ টাউন স্টেশনে দাঁড়াবে। এদিন হাওড়া থেকে যাত্রা শুরু করার পর সকালবেলা ১০ টা ৫০ মিনিট নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছায়। পূর্ব রেলের মালদা ডিভিশনের পদস্থ কর্তারা স্টেশনে উপস্থিত থেকে তদারকি করেন। লোকো পাইলটের সাথে কথাও বলেন।
Sponsored Ads
Display Your Ads Here
মালদার রাজনৈতিক মহল থেকে ব্যবসায়ী সকলেই পদাতিক এক্সপ্রেসের পর বন্দে ভারত এক্সপ্রেসের মতো দ্রুতগামী ট্রেন পেয়ে খুশি। পূর্ব রেলের মালদহের এডিআরএম সুজিত কুমার জানান, “এই এক্সপ্রেসে যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন ধরনের আধুনিক ব্যবস্থা রয়েছে। আর চালু হওয়ার পর তাতে কি কি খাবার ও অন্যান্য সুবিধা থাকবে তা নিয়ে পরবর্তী কালে বিজ্ঞপ্তি দেওয়া হবে।”
Sponsored Ads
Display Your Ads Here
দুপুরবেলা ১ টা ৫০ মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায়। কাটিহার ডিভিশনের ডিআরএম এসকে চৌধুরী বলেন, “এই এক্সপ্রেস মালদা অবধি ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে চলবে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার থেকে ১৬০ কিলোমিটার বেগে চলা এখনই চলা সম্ভব নয়। তবে দ্রুত তার ব্যবস্থাও করা হবে।”
উল্লেখ্য যে, গতকাল এই এক্সপ্রেস রাজ্যে আসে। সারা দেশে এটা ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস। লিলুয়ার সর্টিং ইয়ার্ডে এই এক্সপ্রেসটি রাখা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের এই বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করার কথা।