নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ দেশ জুড়ে ওমিক্রন আছড়ে পড়ার পর থেকেই করোনা সংক্রমণের হার ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। গোটা দেশে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়ে চলেছে। এর মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণের হার সব থেকে শীর্ষ স্থানে রয়েছে।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ইকবাল চাহাল জানান, ‘‘করোনা ভ্যাক্সিন নেওয়া থাকলে ওমিক্রনের বিরুদ্ধে লড়াইটা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে’’।
এছাড়া এও বলেন যে, ‘‘সম্প্রতি মুম্বইয়ে করোনা আক্রান্ত হয়ে ১৮৬ টি হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯০০ জন রোগীর অক্সিজেনের প্রয়োজন হয়েছে। যাদের মধ্যে ৯৬ শতাংশের কেউ একটিও ভ্যাক্সিন নেয়নি। এই দফায় হাসপাতালে ভর্তির হার অনেকাংশেই কম। হাসপাতালে যা অক্সিজেন মজুত রয়েছে তার মাত্র ১০ টন ব্যবহৃত হয়েছে’’।
ইতিমধ্যেই মুম্বইয়ে এক কোটির বেশী মানুষকে দু’টি ভ্যাক্সিন দিয়ে দেওয়া হয়েছে। তাই আক্রান্ত বৃদ্ধির সঙ্গে কোভিড বিধিনিষেধ জারি করা হলেও আপাতত লকডাউনের মতো কড়াকড়ি ব্যবস্থা জারি করা হয়নি।
কিন্তু আগামী দিনে পরিস্থিতি বেগতিক হলে বিচার বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।