নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ প্রবাদে আছে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। সেই প্রবাদকে মিথ্যা প্রমাণ করলেন এক জন মা। বেঙ্গালুরুর কাছে নেলামঙ্গলা এলাকায় এক তরুণী এবার সদ্যোজাত সন্তানকে ফুটন্ত জলে ডুবিয়ে মেরে ফেলে। গত সোমবার বিশ্বেশ্বরপুরে ওই তরুণী বাপের বাড়িতে এই ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলেন। খুদে শিশুটির অপরাধ ছিল, দুধ না খেতে চাওয়া।
জানা যায়, ২৭ বছর বয়সী রাধা দু’বছর আগে পবন নামে এক অটোচালক তরুণের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। মাসখানেক আগে একটি পুত্রসন্তানের জন্ম দেয়। সন্তান প্রসবের পর বাপের বাড়িতেই ছিল। শিশুটির বয়স মাত্র এক মাস আট দিন ছিল। নাম হেমন্ত কুমার। সময়ের আগেই জন্ম হওয়ায় হেমন্ত দুর্বল ছিল। আর প্রায় দুধ খেতে চাইত না। মাঝেমধ্যে অস্বাভাবিক ভাবে কান্নাকাটি করত। এতে রাধার মনে হত, শিশুটি স্বাভাবিক নয়।
আর এদিন ওই তরুণী উনুন জ্বালিয়ে, রান্নার পাত্রে জল ফুটিয়ে, তার উপর হেমন্তকে শুইয়ে দেয়। ফলে হতভাগ্য নবজাতকটি পুড়ে মারা যায়। এরপর বিষয়টি জানাজানি হতেই পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে খুনের অভিযোগে রাধাকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
রাধাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানিয়েছে, “সাংসারিক জীবনে প্রচণ্ড অশান্তি ছিল। স্বামী পবন মদ্যপ ও বেকার। সন্তান জন্মের পর স্বামী একসাথে থাকত না।” এককথায় নিজের জীবন নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। পুলিশের তরফে জানানো হয়েছে, রাধা পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসবোত্তর অবসাদে ভুগছিলেন।”