চয়ন রায়ঃ কলকাতাঃ করোনা অতিমারীর জেরে দীর্ঘ সময় ধরে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। যার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই আজ বিদ্যালয় চালু করার দাবীতে শিক্ষক ও শিক্ষক কর্মীরা ঐক্য মঞ্চের তরফ থেকে বিকাশ ভবনে কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারী সহ শিক্ষামন্ত্রীর দপ্তরে একটি করে ডেপুটেশন জমা দিলেন।
যেখানে বাজার, শপিংমল, সিনেমাহল, চিড়িয়াখানা, অফিস-আদালত ইত্যাদি সব কিছু খোলা হচ্ছে সেখানে বিদ্যালয় না খোলার বিষয়ে প্রশ্নও তোলা হয়। আজকের এই বিক্ষোভ মিছিলে ঐক্যমঞ্চের হয়ে নেতৃত্ব দেন ঐক্যমঞ্চের সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অনিমেষ হালদার। এছাড়াও বিষ্ণু হরি, তমাল মণ্ডল, অভিজিৎ মণ্ডল, অমিত হালদার প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঐক্যমঞ্চের রাজ্যকমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, “তাঁদের রাজ্য সরকারের কাছে দাবী যে যতো শীঘ্র সম্ভব করোনা নিয়ম-বিধি মেনে বিদ্যালয়গুলি যেন খোলার ব্যবস্থা করা হয়। আর তা না হলে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারের পথে নিমজ্জিত হবে”।