আবদুল খালিকঃ বিহারঃ বিহারে একের পর এক বাসিন্দাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে লক্ষাধিক থেকে কোটি কোটি টাকা। আর এবার ফের দিন আনা দিন খাওয়া এক শ্রমিকের বিহারের সুপৌলের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখার ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯৯ লক্ষ টাকা জমা পড়লো।
 
জানা গেছে, বিপিন চৌহান নামের ওই শ্রমিকের দাবী, “তিনি কখনো কোনো ব্যাংক অ্যাকাউন্টই খোলেননি। গতকাল ১০০ দিনের কাজের জব কার্ড খোলার জন্য ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার সার্ভিস পয়েন্ট গিয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here 
যখন সেখানে সিএসপি আউটলেটের আধিকারিক বিপিনের আধার কার্ড নম্বর ব্যবহার করে আর্থিক অবস্থা পরীক্ষা করেন তখন দেখা যায় তার নামে ইতিমধ্যেই একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যাতে ৯ কোটি ৯৯ লাখ টাকা জমা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here 
এই প্রসঙ্গে বিপিন বলেন, “আমি সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়েছিলাম। আধিকারিকরা অ্যাকাউন্টের বিবরণ যাচাই করেছেন। ওই ব্যাংক অ্যাকাউন্টটি ২০১৬ সালের ১৩ ই অক্টোবর খোলা হয়েছিল। আর ২০১৭ সালে ওই অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছিল। ছবি, সই বা টিপ সই কোনোটাই আমার নয়। শুধুমাত্র আমার আধার কার্ড নম্বরটি”।
Sponsored Ads
Display Your Ads Here 
এরপর ব্যাংকের আধিকারিকরা অ্যাকাউন্ট খোলার ফর্মের খোঁজ করলে সেটিও পাওয়া যায়নি। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার এক আধিকারিক বলেছেন, “আমরা ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছি। এই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয়েছিল কি না বা কতো টাকাই বা লেনদেন করা হয়েছিল তা জানতে আপাতত তদন্ত শুরু করা হয়েছে”।
 
				
 
				 
								 
															













