অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ঘূর্ণাবর্তের সাথে মৌসুমী অক্ষরেখার অবস্থানের ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরী হওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আপাতত দক্ষিণের সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ হুগলী, বাঁকুড়া, বীরভূম, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, বাঁকুড়া ও বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে সাত সেন্টিমিটার থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি আগামীকাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রবিবার এবং সোমবার উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে, গাঙ্গেয় বঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আজ তা কিছুটা পূর্ব দিকে সরেছে। এই মুহূর্তে ঘূর্ণাবর্তের অবস্থান গাঙ্গেয় বঙ্গ ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর। সমুদ্রপৃষ্ঠ থেকে তা ৭.৬ কিলোমিটার বিস্তৃত। এরসাথে মৌসুমী অক্ষরেখা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
যা গঙ্গানগর, রোহতক, হরদোই, বারাণসী, বাঁকুড়া এবং ক্যানিংয়ের উপর দিয়ে গিয়েছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। এর সাথে সাথে এও জানানো হয়েছে যে, ঘূর্ণাবর্তের এই পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরের উপরে আগামী ২৪ ঘণ্টায় চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here