নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ নিজস্বী তুলতে গিয়ে প্রায়শই মৃত্যুর ঘটনা ঘটে থাকে। এবার উত্তরপ্রদেশের চহলারী ঘাট সেতুতে উঠে নিজস্বী তুলতে গিয়ে একটি এসইউভি গাড়ির ধাক্কায় প্রাণ হারালো শিশু সহ তার কাকা। মৃতরা হলো ৮ বছর বয়সী যশ ও ২৪ বছর বয়সী গোলু। এই ঘটনায় পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে।
জানা গিয়েছে যে, বিকেলবেলা রবিবাবু তার ভাই গোলু এবং ছোটো ছেলে যশকে নিয়ে বাইকে চেপে ওই সেতুতে যান। এরপর ব্যস্ত রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে রেখে নিজস্বী তুলতে শুরু করেন। তিন জনে নিজস্বী তোলায় এতই মগ্ন হয়ে পড়েন যে দ্রুত গতিতে ধেয়ে আসা গাড়িটিকে দেখতে না পাওয়ায় গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন।
তারপর প্রত্যক্ষদর্শীরা রবিবাবু, গোলু ও যশকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তবে সেখান থেকে জেলা হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়। এরপর চিকিৎসা চলাকালীন যশ এবং গোলুর মৃত্যু হয়। আর রবিবাবুর অবস্থা আশঙ্কাজনক হলেও আপাতত চিকিৎসা চলছে।