মায়ের মৃত্যুশোক সহ্য না করতে পেরে আত্মঘাতী ছেলে
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ মায়ের মৃত্যুশোক সহ্য না করতে পেরে আত্মহত্যা করলো ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি শিলিগুড়ির মধ্য শান্তিনগর এলাকায় ঘটেছে। মৃতের নাম জয়ন্ত লাহিড়ী। বয়স ৩৫ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়ন্ত তার ষাটোর্ধ অসুস্থ মাকে নিয়ে বাড়িতে থাকতেন। পাড়ায় ভালো ছেলে বলে সুনাম ছিল। মায়ের দেখাশোনাও নিজেই করতেন।
এলাকাবাসীদের অনুমান, মায়ের মৃত্যুর পরেই জয়ন্ত শোকগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে জয়ন্ত আত্মহত্যা করেন। এদিকে গতকাল দুপুরে এলাকার বাসিন্দারা বেশ কয়েকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখতে পান যে বিছানার ওপরে মায়ের মৃতদেহ ও ছেলের ঝুলন্ত দেহ।
এরপরই এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে আশিঘর ফাঁড়িতে ঘটনার খবর দেওয়া হয়। তারপরেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অবশ্য পুলিশ এই ঘটনার তদন্তে নেমে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও শুরু করেছে। যদিও এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমেছে।