চা বাগানে চিতার হামলায় আহত হন ২ ব্যক্তি
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ ফের চিতাবাঘের আতঙ্ক শিলিগুড়ির নকশালবাড়িতে। চা বাগানে চিতাবাঘের হামলায় আহত হয়েছেন ২ জন। আহতদের নাম রাজীব লিম্বু (৩৩) ও মাকারিয় খারিয়া (৬৪)। বর্তমানে আহত ব্যক্তিরা নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন।
চিতাবাঘ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে নকশালবাড়ি টুকরিয়া বনবিভাগের কর্মীরা। ঘটনার পর চা বাগানের অধিকাংশ কর্মীরা তাদের কাজ বন্ধ করে বাড়ি চলে যান।
এদিন নকশালবাড়ি সাতভাইয়া ডিভিশনে চিতাবাঘের আতঙ্কে ত্রস্ত হয়ে পড়েন এলাকাবাসীরা।