নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ হাতির হানা যেন কিছুতেই পিছু ছাড়ছে না আলিপুরদুয়ারে। এবার বুনো হাতির তান্ডবে আলিপুরদুয়ারের দলগাঁও জঙ্গল লাগোয়া চা বাগানের দলমোনি বিভাগে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা গেছে, গতকাল গভীর রাতে বুনো হাতি দুটি বাড়িতে হামলা চালিয়ে চা বাগান এলাকায় ঘোরাফেরা করতে থাকে। শেষ অবধি ভোরের আলো ফুটতেই হাতির দলটি দলমোনি ডিভিশনের একটি জঙ্গলে আটকে পড়ে।
বনদপ্তরের কাছে খবর দেওয়া মাত্রই দলগাঁও স্কোয়াড রেঞ্জের বনকর্মীরা এলাকাটির উপর নজরদারী চালাতে উপস্থিত হয়েছে। বনদপ্তরের দলগাঁও রেঞ্জের আধিকারিকরা জানিয়েছেন, “হাতিগুলির গতিবিধির উপর নজর রাখা হয়েছে। সন্ধ্যা নাগাদ হাতির পালটিকে জঙ্গলে ফেরানো হবে”।