ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে কিভ সহ একাধিক জায়গায় কয়েক হাজার ভারতীয় আটকে ছিলেন। এর মধ্যে গতকাল এক জন ভারতীয় পড়ুয়া নিহত হয়েছেন।
এই প্রেক্ষিতে গতকাল বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীঙ্গলা বলেন, ‘‘প্রধানমন্ত্রী এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইউক্রেনে আটকে থাকা প্রত্যেক ভারতীয়কে উদ্ধার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। হাঙ্গেরির বুদাপেস্ট, রোমানিয়ার বুখারেস্ট, পোল্যান্ড ও স্লোভাক প্রজাতন্ত্রের বিমানবন্দরগুলি দিয়ে এই উদ্ধারকাজ চলবে।’’
Sponsored Ads
Display Your Ads Hereকেন্দ্র জানিয়েছে, ইউক্রেনে প্রায় ২০ হাজার পড়ুয়া ছিলেন। ইতিমধ্যে ১২ হাজার পড়ুয়া ইউক্রেন ছেড়েছেন। বাকিদের কেউ কেউ খারকিভ অঞ্চলে আটকে রয়েছেন। আবার কেউ কেউ পূর্ব ইউক্রেন দিয়ে সীমান্ত পেরচ্ছেন। ওই অঞ্চলে যুদ্ধের আঁচ তেমন ভাবে না পড়লেও আটকে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে উদ্ধার করতে তিন দিন সময় লাগবে।
ইতিমধ্যে কিভে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। রুশ সামরিক অভিযানের কারণে দূতাবাসের কর্মীদেরও অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এদিকে সরকারের তরফ থেকে আটকে থাকা পড়ুয়াদের সাথে যোগাযোগ করার জন্য একটি টুইটার হ্যান্ডল তৈরী করা হয়েছে। উদ্ধারকাজের গতি বাড়াতে ভারতীয় বিমান বাহিনীকেও কাজে লাগানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here