অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আর মাত্র কয়েক মাসের অপেক্ষা!! এর পরই শিয়ালদহের সব শাখাতেই বারো কামরার ট্রেন চালু হয়ে যাচ্ছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহের সমস্ত শাখায় বারো বগির লোকাল ট্রেন চালানোর জন্য যে পরিকাঠামো তৈরী করার দরকার ছিল, তা প্রায় শেষ হয়ে এসেছে। আর আগামী জুন মাসে অর্থাৎ নির্বাচন শেষ হওয়ার এক মাসের মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যাবে। আর তার পরেই নতুন পরিষেবা চালু হয়ে যাবে। এতে যাত্রীদেরও সুবিধা হবে।


পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, যেহেতু শিয়ালদহ শাখা পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন, তাই এই কাজ সহজ ছিল না। কারণ এই কাজ করার জন্য ট্রেন চলাচল যত ক্ষণ বন্ধ রাখা প্রয়োজন, তা শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনে সম্ভব নয়। নানা প্রতিকূলতার মধ্যেই শিয়ালদহ স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ প্রায় শেষের পথে। এখন এক নম্বর, দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে। এরপরে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শেষ হলেই শিয়ালদহের সমস্ত বিভাগে বারো বগির ট্রেন চালানো সম্ভব হবে।
Sponsored Ads
Display Your Ads Here