চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতায় গার্ডেনরিচ, বৌবাজারের পর এবার শুক্রবার সন্ধ্যা নাগাদ কলকাতা পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে পাথুরিয়াঘাটা স্ট্রিটে একটি পুরোনো বাড়ির অংশ ভেঙে পড়লো। এই ঘটনায় দু’জন ধ্বংসস্তূপে আটকে পড়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থল এসে আটকে থাকা দু’জনকে উদ্ধার করে। আর পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু এখনো অবধি বাড়িটি ভেঙে পড়ার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, পাশে একটি বাড়ি বানানোর সময় মেশিনের ভাইব্রেশনের ফলেই বাড়িটি দুর্বল হয়ে ভেঙে পড়েছে। যদিও দুর্ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।