নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ পশ্চিম গ্রেটার নয়ডার বিষরাখ থানার গৌর সিটি ১, অ্যাভিনিউ ১ শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কবশত শপিং মলের চার তলার জানলা থেকে ঝাঁপ দিলেন বেশ কয়েক জন।
এই পরিস্থিতিতে প্রাণে বাঁচার জন্য শপিং মলের ভিতরে হুড়োহুড়ি পড়ে যায়। দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলের কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল বিভাগ প্রাথমিক ভাবে মনে করছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি।

আপাতত শপিং মল থেকে লোকজনদের উদ্ধারের কাজ চলছে। কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় কত জন আহত হয়েছেন বা কারোর মৃত্যু হয়েছে কি না, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরী হয়।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code