ব্যুরো নিউজঃ আমেরিকাঃ গতকাল পেনসিলভেনিয়ার বাটলারে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের হামলায় ডোনাল্ড ট্রাম্পের কান ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে। ফলে তাঁর কান থেকে রক্ত পড়ছিল। তবে বর্তমানে বিপদমুক্ত রয়েছেন। এই ঘটনায় সভাস্থলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
এদিন ডোনাল্ড ট্রাম্পের সভায় বহু মানুষের জমায়েত হয়েছিল। এরপর মঞ্চে উঠে কথা বলতে শুরু করতেই হঠাৎ গুলি চলে। তখনই ডোনাল্ড ট্রাম্পের ডান কানের উপরের দিকের চামড়া চিরে পাশ থেকে রক্ত বের হতে থাকে। মুখেও রক্ত দেখা যায়। আর সভায় উপস্থিত বাকিরাও নীচু হয়ে বসে পড়েন। এদিকে গুলি লাগার পর দ্রুত নিরাপত্তারক্ষীরা ডোনাল্ড ট্রাম্পকে মঞ্চ থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান।
ডোনাল ট্রাম্প এই ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা প্রসঙ্গে সমাজমাধ্যমে লিখেছেন। পাশাপাশি এও জানিয়েছেন, ‘‘আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম, কিছু একটা গোলমাল হয়েছে। কারণ একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিলাম। তারপর কানে ধারালো কিছু অনুভব করেছিলাম। অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ার পর বুঝলাম, আসলে কি ঘটেছে। আমাদের দেশে যে এমনটা ঘটতে পারে, ভাবতেই পারি না। বন্দুকবাজ সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি নিহত।’’
দেশের রাজনৈতিক নেতারা দলমত নির্বিশেষে এই হামলার ঘটনার নিন্দা করেছেন। পাশাপাশি প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘‘আমেরিকায় এই ধরণের হিংসার কোনো জায়গা নেই। আমাদের একজোট হয়ে এই হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আর এর নিন্দা করা উচিত।’’