নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ গতকাল দিল্লির গুরুগ্রামের সাউদার্ন পেরিফেরাল রোডে মদবোঝাই ট্রাক নিয়ে চালক বৃষ্টির মধ্যে রাস্তায় নামতেই ভয়ানক বিপদের মুখোমুখি হলেন। ট্রাক চালাতে চালাতে হঠাৎই ট্রাকটি নীচের দিকে গড়িয়ে পড়তে শুরু করে, যেন পাতালে প্রবেশ করছে। কিছুক্ষণ পর সব স্তব্ধ হয়ে যায়। ট্রাকের চালক গাড়ি থেকে আহত অবস্থায় নেমে সেখান থেকে পালিয়ে যান।

মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল। ফলে ট্রাকটি গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে সেই গর্তের মধ্যেই উল্টে পড়ে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে যে, রাস্তায় তৈরী হওয়া এক বিশাল গর্তের ভিতর মদের বোতল বোঝাই একটি ট্রাক উল্টে পড়ে রয়েছে। আর বোতলগুলিও ভেঙে গিয়েছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ সূত্রে খবর, বৃষ্টির কারণে রাস্তায় এই গর্ত তৈরী হয়েছে। ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, তিনি বৃষ্টির মধ্যে এই গর্তটি দেখতে পাননি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গর্তের ভিতর পড়ে যায়। এদিকে, পথ দুর্ঘটনার জন্য দীর্ঘক্ষণ রাস্তায় যান চলাচল থমকে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here
 
				 
								 
															













