নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরাঃ পালা করে এই রাজ্য থেকে ত্রিপুরায় যাচ্ছে রাজ্যের নেতা-মন্ত্রীরা। গতকাল তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ত্রিপুরায় পা রাখা মাত্রই বিজেপির আক্রমণের মুখে পড়েছে। এই ঘটনাকে ঘিরে স্বাধীনতা দিবসের দিন উত্তর-পূর্বের রাজ্য ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে।
আগরতলায় স্বাধীনতা দিবস পালন করে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দার দক্ষিণ ত্রিপুরার বেতাগা গ্রামে গিয়ে সেখান থেকে ফেরার পথে বিজেপির রোষের মুখে পড়ে দোলা সেনের নিরাপত্তাকর্মীর মাথা ফেটে রক্তাক্ত হয়েছে বলেও অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, দোলা সেন এবং অপরূপা পোদ্দা্রের উপর হামলা চালানোর পর তিনটে গাড়ি ভাঙচুর করা হয়। সেই সময় তাদের নিরাপত্তা রক্ষী বাধা দিতে এলে নিরাপত্তাকর্মীকে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা পৌঁছলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরও আক্রমণ নেমে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি তৃণমূ্লের যুব নেতাদের উপর হামলা চালানো হয়েছে। যার জেরে এখনো তাঁরা এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের তীর উঠছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার পর সেখানে তৃণমূল প্রতিবাদ শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য, অতি সম্প্রতি তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্তরা ত্রিপুরায় দলীয় কর্মসূচীতে যোগ দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন। তারা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। সাথে সাথে তিন জন যুব নেতা সহ তৃণমূলের একাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।