Indian Prime Time
True News only ....

শীতের মিঠে রোদে প্রকৃতির কোলে অবসর সময় কাটাতে শীঘ্রই চলুন এই ঠিকানায়

- Sponsored -

- Sponsored -

মিনাক্ষী দাসঃ বাঙালী বরাবরই ভ্রমণপিপাসু। তাই সুযোগ পেলেই প্রকৃতির টানে পাড়ি দেয় পাহাড় থেকে আসমুদ্র হিমাচলের উদ্দেশ্যে। আর শীতের মিঠে মেজাজে প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার এক দারুণ সুযোগকে কখনোই হাতছাড়া করা সম্ভব নয়। প্রকৃতি যেন আপনা থেকেই হাতছানি দেয়।

- Sponsored -

- Sponsored -

উত্তরবঙ্গের কালিম্পং থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে রেলি নদীর তীরে প্রকৃতির কোলে একটি ছোট গ্রাম অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ ফুট উচ্চতায় অবস্থান নেওয়া গ্রামটি যেন অঙ্কিত কল্পনার রাজ্য। পাশেই দন্ডায়মান হিমালয় পর্বতমালা। চারিদিকে সবুজ সমারোহের মাঝে পাহাড়ি ঝরনার মনোমুগ্ধ ধ্বনিতে মন ভরে ওঠে। পাহাড়ের ধাপে ধাপে গড়ে ওঠা চাষের জমি এক অভূতপূর্ব সৌন্দর্য্যের সৃষ্টি করে। আশেপাশে ফনা ও ফ্লোরার বাস। শীতে রঙবাহারি ফুলে ভরে ওঠে চতুর্দিক। নানারকম ভেষজ উদ্ভিদ ও জন্ম নেয় এখানে। সবুজে ঘেরা পাহাড়ের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কাঠের তৈরি একটি সেতু রয়েছে। বিদ্যাং এর একটি অপরূপ দৃষ্টি রয়েছে যেখান থেকে দার্জিলিং দেখলে মন মুগ্ধ হয়ে যায়। রেলি নদীর সৈকত ভরা রঙিন নুড়ি-কাঁকড়ের মেলা চোখ ধাঁধিয়ে তোলে।

কিন্তু প্রশ্ন একটাই যাবেন কিভাবে? তবে আর ভাবনা নয়। নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে করে কালিম্পং যেতে হবে। সেখান থেকেই ১৫ কিলোমিটার পথ অতিক্রম করলেই বিদ্যাং। ইচ্ছা হলে ট্রেকিংও করা যায়। পাহাড়ি রাস্তার অপূর্ব দৃশ্য মন জুড়িয়ে দেয়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored