অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকাল থেকেই চলছে ভোট গণনা পর্ব। আর এই কলকাতা পুরভোটে তৃণমূলের বিপুল জয় স্পষ্ট হতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে ক্টাক্ষ করলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারের মাধ্যমে জানান, ‘‘কলকাতার মানুষ ফের প্রমাণ করলেন যে বাংলায় ঘৃণা ও হিংসার রাজনীতির কোনো স্থান নেই। আমাদের প্রতি এই বিপুল জনসমর্থনের জন্য আমি সকলকে অভিনন্দন জানাই। আমরা বিনম্র ভাবে আপনাদের উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকব’’।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘এই জয় গণত্নত্রের জয়’’। প্রসঙ্গত, রবিবার পুরভোটের দিন শহরের নানা প্রান্তেই অশান্তি সহ বোমাবাজির অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘কোনো জায়গায় অশান্তির সঙ্গে তৃণমূল জড়িত থাকার প্রমাণ দিলে দলীয় এবং প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হবে’’।
Sponsored Ads
Display Your Ads Here