মিঠু রায়ঃ ব্যস্ত শহর কলকাতার মোট তিনটি গুরুত্বপূর্ণ রুটের ট্রাম এখনো বন্ধ। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাম গুলি বন্ধ রয়েছে। তবে এই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে আবার ট্রাম চলাচল স্বাভাবিক হবে কবে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে এই যান্ত্রিক ত্রুটির মূল কারণ আমফান।
প্রায় সাত মাস কেটে যাওয়ার পরও খিদিরপুর থেকে ধর্মতলা ও বিধান নগর থেকে হাওড়া রুটের ট্রাম এখন পর্যন্ত বন্ধ। আমফান এর জন্যই এই তার ছিঁড়ে পড়ে ছিল। তখন থেকে এখনো পর্যন্ত তা ঠিক করা হয়নি।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, খিদিরপুর থেকে ধর্মতলার রুটে আয় অনেকটা বেশি। কিন্তু তা বিপর্যয়ের কারণে বন্ধ রয়েছে। রুট সরানো হবে কবে তা নিয়েও প্রশ্ন চিহ্ন রয়েছে এবং বিধান নগর থেকে হাওড়া রুটের একই কারণে ট্রাম চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সরকারের আয় কিন্তু বন্ধ রয়েছে। বিধান নগর থেকে ধর্মতলার রুটের ট্রাম এই মুহূর্তে শিয়ালদা ফ্লাইওভারের জন্য বন্ধ কারণ ফ্লাইওভারের বহন ক্ষমতা খুব একটা ভালো নেই। ট্রাম চললে নানা সমস্যা হওয়ার আশঙ্কা থেকেই আপাতত ট্রাম চলাচল বন্ধ রয়েছে।