মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার হাবড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের এস পাম্পের পিছনের রেলবস্তিতে ভয়াবহ আগুনের জেরে পুরো এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি সমগ্র এলাকা কালো ধোঁয়ার চাদরে ঢেকে যায়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, খুব দ্রুত ছড়িয়ে পড়া ওই আগুন বস্তির প্রায় ৫০ টি ঘরে ছড়িয়ে পড়তেই প্রথমে এলাকাবাসীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী খবর পেয়ে প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এই অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই প্রসঙ্গে জানান, ‘‘রেললাইন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের কারণে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নিভে গেলে রেল চলাচল স্বাভাবিক হবে।’’ তবে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন।